তাকে বলে দিও Take Bole Dio

তাকে বলে দিও - সেমজ ভাই

                                           এইতো সেই দিনের কথাগুলো মনে পড়ে যায়
চিন্তায় ব্যস্ত বেহুশ কাউকে পাওয়ার আশায়।


কিছু কীর্তি স্মৃতি হয়ে রবে
এ মনের দেয়ালে,
চোখ গুলো শুকিয়ে যাবে রাতটা পোহালে।



তবে এই সান্ত্বনা বলো আর কতদিন?
আর কতকাল দেখিবো
আয়নায় চেহারাটা মলিন?



আমার বুকপকেটে রক্তজবা
এভাবে শুকিয়ে যায়,
সে আসবে বলে দেখবো তাকে
মিথ্যে অপেক্ষায়,
আমার ইচ্ছে মোড়ানো সাদা খামটিও
আজও আমার কাছে,
তাকে বলে দিও আমার দুঃখ
আমার কাছেই আছে।



সেই কবে আকাশটা ডেকে ছিলো
তার ভয়ে আজও সে নিশ্চুপ,
কোথাকার কে যেনো দেখে ফেলে
সেই ভয়ে দেখা হতো না মুখ।



খানিকটা দুর থেকেই তাকিয়ে মন উদাস
আমার সুখের ঘুড়ি রইলো নারে
বইলো এ কোন বাতাস?



রাত্রি জুড়ে কল্পনাতে, দিনে ব্যস্ততা
ভয় গুলোকে সত্যি করে দিলে পুর্নতা,
যাচ্ছে সময় যাকনা কেটে
সয়ে গেছি আমি,
সবশেষে হায় আমার কাছে
আমি বেশীই দামি।



দিন শেষে কে দিবে স্বান্তনা?
এতোদিন এ কথা কেউ জানতো না,
হাসি মুখে কথা বলা মানুষটার
ভেতরে লুকানো কতো যন্ত্রণা



আমার বুক পকেটে রক্তজবা
এভাবে শুকিয়ে যায়,
সে আসবে বলে দেখবো তাকে
মিথ্যে অপেক্ষায়,
আমার ইচ্ছে মোড়ানো সাদা খামটিও
আজও আমার কাছে,
তাকে বলে দিও আমার দুঃখ
আমার কাছেই আছে।




Post a Comment

0 Comments