যে ছিলো দৃষ্টির সীমানায় - শাহ্‌নাজ রহমতউল্লাহ্‌


যে ছিলো দৃষ্টির সীমানায় 

- শাহ্‌নাজ রহমতউল্লাহ্‌



যে ছিলো দৃষ্টির সীমানায়

যে ছিলো হৃদয়ের আঙ্গিনায়
সে হারালো কোথায় কোন দুর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি



যতখানি সুখ দিয়েছিলো
তার বেশী ব্যাথা দিয়ে গেলো
স্মৃতি তাই আমারে কাঁদায়




যতখানি সুখ দিয়েছিলো

তার বেশী ব্যাথা দিয়ে গেলো
স্মৃতি তাই আমারে কাঁদায়
সে হারালো কোথায় কোন দুর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি



যতটুকু ভুল হয়েছিলো
তার বেশী ভুল বুঝি ছিলো
কি যে চাই বলেনি আমায়
যতটুকু ভুল হয়েছিলো
তার বেশী ভুল বুঝি ছিলো
কি যে চাই বলেনি আমায়
সে হারালো কোথায় কোন দুর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি



যে ছিলো দৃষ্টির সীমানায়
যে ছিলো হৃদয়ের আঙ্গিনায়
সে হারালো কোথায় কোন দুর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি

Post a Comment

0 Comments